বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?


                               “হে ঈশ্বর ভালো থেকো”
                                 শ্রীদেবাশিস দাশগুপ্ত

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
কতদিন পারিনি দিতে – ফুল তোমার চরণে,
পারিনি করজোড়ে চাইতে ক্ষমা
ভুল করি যত ক্ষণে-ক্ষনে।।

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
তুমিও তো রাখো না খবর, কি ঘটে চলেছে মর্তে,
কি আনন্দে হাসছে- খেলছে বসুন্ধরা,
শান্ত সুবোধ এ অধমরা-বন্দী নিজ রচিত গর্তে । 
        দোষ কিছু করিনি তো !!

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
যেতে না পারি তোমার আলয়
তবু দিবারাত্র  করি স্মরণ –
কই ভুলিনা তো!!

তবে তুমিও রেখো মনে
ঘণ্টাধ্বনি, ফুল তোমার চরণে
সবই এই অধমদেরই হাতে,
না ই যদি থাকে প্রিয়জন,  
করবে কে এতশত আয়োজন?
প্রভু মানতে হবে হার তোমাকেই-এ খেলাতে ।।
   ‘জিতেলে থেকো একা বন্দি এ জগতে’    








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন