একলা বৈশাখ
শ্রীদেবাশিস
দাশগুপ্ত
সোম থেকে শনি –
সাতদিন রবিবার
প্রতিদিনই
ভুলে যাই তারিখ
দেখিনা আর ক্যালেন্ডার।
ঘর ভেতর মানুষ
‘উল্লেশিত প্রকৃতি’
চুপসে গেছে
প্রগতির ফানুস
অসময়ের সাথী
শুধু হারানো স্মৃতি।।
রোজ রোজ কি
ভালোলাগে র বি বা র ?
মিলেমিশে
একাকার--এক থেকে আঠাশ ।।
বড় একালাগে হে
একেলা-বৈশাখ চোদ্দশ সাতাশ,
ভুলিব না তব
করুণা – হে করনা ভাইরাস ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন