জরুরী-লকডাউন
শ্রীদেবাশিস দাশগুপ্ত
যদি
প্রশ্নকরি তোমায় হটাৎ
তারিখ
কত – কি বার ?
হতচকিত
তুমি আলবাৎ
খনিকের
জন্য ভেঙ্গে যাবে অহংকার ।।
মিথ্যা দম্ভ প্রতিদিনই
বুঝেছো
চূর্ণ হয়েছে আজ,
“সৃষ্টির জন্য জরুরী”
করতে না
কোন কাজ।।
করেছো
শুধু - ‘নিজের’ – ‘বাঁচার’ লড়াই,
ভাবো
তুমি কি করলে –
ঠকলে
না জিতলে –
প্রকৃতি
ভাবে কি থোড়াই ?
ভণ্ডামির মোড়কে – মুড়ে –
নিজেকে দেখো একা,
খোলো চক্ষু দেখো শুধুই ধোঁকা
এ
বিশ্ব জুড়ে ।।
হিসাব মতো - কি পার্থক্য সেই ভিক্ষুক
আর তোমাতে !
প্রতিদিন সেও তো যেতো
তোমার
থেকেও জরুরী কাজ করতে ।।
তাং – ইং
১৬/০৪/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন