বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

          “জীবাণু মুক্ত পানীয় জল”
                                 শ্রী দেবাশিস দাশগুপ্ত
আমি এখন যে পদ্ধতিটি বর্ণনা করছি সেটি নিজে ব্যাবহার করে সুফল পেয়েছি । নিচের ছবিটি একটি সবুজ জলের পাত্র যার ঢাকনাতে তিনটি এক-ডের  ইঞ্চি ব্যাসের ছিদ্র আছে । এই ছিদ্রে তিনটি ম্যাগ্নিফাই গ্লাস (উত্তল লেন্স) চেটান আছে এবং তা দুটি সেলফিন কাগজ (লাল ও নীল) দ্বারা আবরণ করা আছে।
এখন এই পাত্রটি যদি জলপূর্ণ করে ঘণ্টা খানেক সূর্যের কিরণে রাখা হয় তবে জলটি  অনেকটা জীবানু মুক্ত হবে। কারন – পাত্রটির রঙ্ সবুজ হবার জন্ন্য ভিতরের জলের মধ্যে মিশে থাকা শ্যাওলার (শৈবাল) PHOTOSYONTHESIS বন্ধ হয়েযাবে এবং মরে যাবে ।
আবার লাল ও নীল সেলফিন কাগজের মিলনে উৎপন্ন আলো বেগুনী হবে সেই আলোকের তীব্রতা বাড়াতে লেন্স তিনটি সাহায্য করবে।
  এই বেগুনী আলো ও তাপ জলে মিশ্রিত জীবানু এবং বীজানুকে ধংস করবে ও পানীয় জলটি পান করার উপযোগী হবে।  
এটির খরচা- একটি সবুজ রঙের AMULYA দুধের ডাব্বা = ৪০/- একটি কল যুক্ত ট্যাঁপ=২৫/-, তিনটি লেন্স --১২x৩=৩৬, কাগজ=৪/- ফেভিকুইক-৫/-
মোট ১১০/- টাকাতে সম্পূর্ণ হয়ে যাবে।

  ছাদে বা ঘরের ভেতরে রাখা জালাধারে (ট্যাঙ্কে) যেখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারেনা সেখানেও  দুটি তীব্র আলো (সবুজ ও বেগুনী) যুক্ত করা হলেও অনেকটা সুফল পাওয়া যাবে


[ আমার বিজ্ঞান বিষয়ক রচনা “একটি স্বচ্ছ বিজ্ঞানের সত্যতা” ইংরাজীতে “A Story Of Latest Scientific Discovery” অথবা “ASOLSD” আপনারা ফেসবুক <> টুইটর <> ব্লগ <> গুগল সার্চ এ পড়ুন । এ ছাড়া অন্য অনেক সাইট এ ও গুগলে খুঁজলে পাবেন ‘’sree DEBASISH’’ ]

1 টি মন্তব্য: