সাথী (২)
শ্রী দেবাশিস দাশগুপ্ত
সাথী আমার কাছে আনেক প্রশ্ন আসছে। যেমন “মাতৃ কণা বা MOTHER Particle কেন লিখলাম ?,
কেন “ L”নামে তাকে লিখলাম? । কেন
FACEBOOK, BLOG,,TWITTER এ “ASOLSD” প্রকাশ করলাম?,
’’ এমনই নানা প্রশ্ন।।
তার
উত্তর দেবার মত যোগ্যতা এখনো প্রাপ্ত হয়নি । আমিও আপনাদের মত অতি সাধারন মানুষ,,প্রতিদিন
বাঁচার লড়াই করি । এর মাঝেই পড়াশোনা করি। GOOGLE ই আমার বই ও শিক্ষক।। অনেক ভাবনা পরিকাঠামোর
অভাবে অথবা আর্থিক অভাবে পরীক্ষা করতে পারিনা । আছে মানুষের
আফুরন্ত ভালবাসা- সহযোগিতা।।
তাই সেই
স্থানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিলে আজকের দিনে হাস্যকর মনে হবে। সামাজিক দায়ব্ধতা থেকেই আমার
ভাবনা কে আপনাদের কাছে ব্যাক্ত করার প্রবল ইচ্ছা ছিল--ছিলনা কোন রাস্তা- তখনই আমার
FACEBOOK, BLOG,,TWITTER এর মাধ্যম মনে
আসে। এর সুফল কি তার বিচারক আপনারা।।
ফেসবুক দিয়েছে রাস্তা, ব্লগ খোলা মঞ্চ, আর টুইটর
সাহস ।।
আজ এত লেখার প্রয়জন বোধ করলাম এই বিশ্বে আমার মত মানুষই
বেশি, তাদের মাঝেও অনেক প্রতিভা আছে, তারাও যেন না হতাসায় ভুগে নতুন ভাবে ভাবতে
পারেন তাই।।
(দেবাশিস
দাশগুপ্ত-ভারত)[sree DEBASISH DASGUPTA-INDIA]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন