শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

                      সাথী-৩

আমি (sree DEBASISH DASGUPTA) আমার প্রতিটি প্রবন্ধ, সমাজের যদি কিছু কাজে লাগে এই উদ্দেশ্যে Facebook,Twitter, Blog, Google  মাধ্যমে বিশ্বে দরবারে নিবেদন করেছি ।।
   আমার “PSYCHE” “मन समाज बिकाश” নামক প্রবন্ধের দ্বারা –
আজ সমাজের একটি স্তরের মানুষের প্রতি ক্ষোভের কারণ নির্ণয় করার এবং কোন স্থান থেকে বা কোন বয়স থেকে শিক্ষার বা চেতনার পরিবর্তন হলে এই ধারনা বদলাতে পারে খোঁজার চেষ্টা করেছি মাত্র। তা সর্বজন গ্রহণ যোগ্য নাও হতে পারে- ।।
  সমাজে সকল ভাবধারার মানুষ আছে- থাকবে- তবে শুভ বুদ্ধির- ও গুনী মানুষ আছে বলেই আধুনিক সমাজ প্রতি মুহূর্তে প্রগতির দিকে আগে বাড়ছে – আমি তাদের কাছেই আমার আবেদন ও আনুরোধ রেখেছি ।
  “PSYCHE” “मन समाज बिकाश” (মন সমাজ ও বিকাশ) প্রবন্ধের এই উদ্দেশ্য ভাষার রূপান্তর করার কারণে কিছু অংশ সঠিক ভাব প্রকাশ না হবার জন্য  আন্তরিক দুঃখিত।।
(আমি লজ্জিত - ব্যাথিত সেই সকল গুনীজনের কাছ থেকে এখনো কোন সাড়া না পেয়ে – - - ।।)   


COMPANION-3



I (SREE DEBASISH DASGUPTA) am expressing my views through ‘Facebook’, ‘Twitter’, ‘Blog’, ‘Google’, as each of my article will come to the welfare of society if at all, it necessitates any of its demand.
Through my article “PSYCHE”. “Mon Samaj Bikash” (Hindi). I have just tried to deduce the cause of grievance of society’s one corner of people and if I would be able to change the age old conscious or, education of any people, then I will be very happy to think I have come at least at any one good social cause of the society. It may not be universally acceptable.
In society, there is every kind of man who have their own opinion- but-among them maximum amount are intelligent and virtuous people, for whom, our modern society is advancing towards development everyday. I am keeping my request especially to them only.
The article “PSYCHE” – “Mon Samaj Bikash”(Hindi). Some parts are not expressed correctly due to the reason of translation, I am extremely sorry to the readers and my well-wishers.
(Shamefully, I am expressing my views with pain as those intellectual as well as educated people have not given any single response to my appeal).

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

          “জীবাণু মুক্ত পানীয় জল”
                                 শ্রী দেবাশিস দাশগুপ্ত
আমি এখন যে পদ্ধতিটি বর্ণনা করছি সেটি নিজে ব্যাবহার করে সুফল পেয়েছি । নিচের ছবিটি একটি সবুজ জলের পাত্র যার ঢাকনাতে তিনটি এক-ডের  ইঞ্চি ব্যাসের ছিদ্র আছে । এই ছিদ্রে তিনটি ম্যাগ্নিফাই গ্লাস (উত্তল লেন্স) চেটান আছে এবং তা দুটি সেলফিন কাগজ (লাল ও নীল) দ্বারা আবরণ করা আছে।
এখন এই পাত্রটি যদি জলপূর্ণ করে ঘণ্টা খানেক সূর্যের কিরণে রাখা হয় তবে জলটি  অনেকটা জীবানু মুক্ত হবে। কারন – পাত্রটির রঙ্ সবুজ হবার জন্ন্য ভিতরের জলের মধ্যে মিশে থাকা শ্যাওলার (শৈবাল) PHOTOSYONTHESIS বন্ধ হয়েযাবে এবং মরে যাবে ।
আবার লাল ও নীল সেলফিন কাগজের মিলনে উৎপন্ন আলো বেগুনী হবে সেই আলোকের তীব্রতা বাড়াতে লেন্স তিনটি সাহায্য করবে।
  এই বেগুনী আলো ও তাপ জলে মিশ্রিত জীবানু এবং বীজানুকে ধংস করবে ও পানীয় জলটি পান করার উপযোগী হবে।  
এটির খরচা- একটি সবুজ রঙের AMULYA দুধের ডাব্বা = ৪০/- একটি কল যুক্ত ট্যাঁপ=২৫/-, তিনটি লেন্স --১২x৩=৩৬, কাগজ=৪/- ফেভিকুইক-৫/-
মোট ১১০/- টাকাতে সম্পূর্ণ হয়ে যাবে।

  ছাদে বা ঘরের ভেতরে রাখা জালাধারে (ট্যাঙ্কে) যেখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারেনা সেখানেও  দুটি তীব্র আলো (সবুজ ও বেগুনী) যুক্ত করা হলেও অনেকটা সুফল পাওয়া যাবে


[ আমার বিজ্ঞান বিষয়ক রচনা “একটি স্বচ্ছ বিজ্ঞানের সত্যতা” ইংরাজীতে “A Story Of Latest Scientific Discovery” অথবা “ASOLSD” আপনারা ফেসবুক <> টুইটর <> ব্লগ <> গুগল সার্চ এ পড়ুন । এ ছাড়া অন্য অনেক সাইট এ ও গুগলে খুঁজলে পাবেন ‘’sree DEBASISH’’ ]
                                                          साथी”
             श्री देबाशिस दाश्गुप्त
 मेरा लेख “ASOLSD” -->(A Story Of Latest Scientific Discovery) आप सबको आच्छा लागा एहि हामे उत्साहित किया.।. मेरा पास ओनेक प्र्श्न आराहा ‌> “किउ Mother Particle नाम दिये ? किउ “L” नाम से लिखे ? किउ “Facebook” “Twitter” “Blog” को चुने ?! इत्तादि।   
  ..मै भि आप जैसे साधारन परिबार कि हु ..हर पल काम काज पे ब्यस्त हु .। .
 इसके वजुद भि पडाइ करना मेरा आद्त है ।।.. GOOGLE हि मेरा किताब, शिक्षक,।।, मेरा अनेक सोच- बिचार— भाबना को अर्थ या यन्त्र  के अभाब से परिक्षा कर नेहि पाया ।।..सिर्फ सब कि सहायता – सहयोगिता हि मेरा मुलधन.।।
  एही स्थान पर खारे हो के सारे प्रश्न कि उत्तर देने कि काबिल नेहि हु ।।
मेरा भाबना को बीश्व के पास ब्यक्त करने कि इचछा था, किन्तु रास्ता नेहि था तब हि मेरा खेयाल मे आपना  FACEBOOK, BLOG,,TWITTER” नाम आया l
फल कि बिचार करने कि मालिक भि आप सब II लेकिन फेसबुक हामे रास्ता दिये — ब्लग दिया मन्च और स्थान,,-- टुइटर— से मिला साहस और होसला।।.
आज एहि सब लिखने कि कारण बिश्वमे मेरा माफिक समस्या मे हि अधिक इन्सान है — उनके आन्दर भि प्रतिभा हैं,, उह दिल को छोटा ना करके आपना प्रतिभा को प्रकाश करने कि योग्य रास्ता खोज सेखे ।।.
 (श्री देबाशिस दाशगुप्त – भारत,, sree DEBASISH DASGUPTA-- INDIA)  

 [मेरां लेख -->(A Story Of Latest Scientific Discovery) “ASOLSD”   फेसबुक <>  टुइटर <> ब्लग <> गुगल सार्च अथबा अन्य सब साइट पे भि मिलेगा ]
                                  সাথী (২)
            শ্রী দেবাশিস দাশগুপ্ত
সাথী আমার কাছে আনেক প্রশ্ন আসছে। যেমন  মাতৃ কণা বা MOTHER Particle কেন লিখলাম ?, কেন “ L”নামে তাকে  লিখলাম? কেন FACEBOOK, BLOG,,TWITTER“ASOLSD” প্রকাশ করলাম?, ’’ এমনই নানা প্রশ্ন।।
           তার উত্তর দেবার মত যোগ্যতা এখনো প্রাপ্ত হয়নি । আমিও আপনাদের মত অতি সাধারন মানুষ,,প্রতিদিন বাঁচার লড়াই করি ।  এর মাঝেই পড়াশোনা করি।  GOOGLE  ই আমার বই ও শিক্ষক।। অনেক ভাবনা পরিকাঠামোর অভাবে অথবা আর্থিক অভাবে পরীক্ষা করতে পারিনা আছে মানুষের আফুরন্ত ভালবাসা- সহযোগিতা।।  
      তাই সেই স্থানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিলে আজকের দিনে  হাস্যকর মনে হবে। সামাজিক দায়ব্ধতা থেকেই আমার ভাবনা কে আপনাদের কাছে ব্যাক্ত করার প্রবল ইচ্ছা ছিল--ছিলনা কোন রাস্তা- তখনই আমার FACEBOOK, BLOG,,TWITTER এর মাধ্যম মনে আসে। এর সুফল কি তার বিচারক আপনারা।।
   ফেসবুক দিয়েছে রাস্তা, ব্লগ খোলা মঞ্চ, আর টুইটর সাহস ।।
আজ এত লেখার প্রয়জন বোধ করলাম এই বিশ্বে আমার মত মানুষই বেশি, তাদের মাঝেও অনেক প্রতিভা আছে, তারাও যেন না হতাসায় ভুগে নতুন ভাবে ভাবতে পারেন তাই।।

       (দেবাশিস দাশগুপ্ত-ভারত)[sree DEBASISH DASGUPTA-INDIA]

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

                                 সাথী

আমার বিজ্ঞ্যান ভিত্তিক রচনা “A STORY OF LATEST SCIENTIFIC DISCOVERY” নামটি বড় হওয়ার কারণে “ASOLSD” নামে  প্রচারিত হচ্ছে  (published on 28/11/16 at Google search in the website http:// bestthesite.com that I have placed my opinion in the correct place at world panorama.

Although my article (ASOLSD) "A STORY OF LATEST SCIENTIFIC DISCOVERY"is seen at different website of ‘science Magazines’, “New scientist”, “Science News Magazines”, “Science”. ).


 যদি “ASOLSD”  অথবা “A STORY OF LATEST SCIENTIFIC DISCOVERY”  নামে GOOLE SEARCH এ সম্পূর্ণ এক সাথে লেখাটি খুঁজে না পান তবে FACEBOOK বা twitter এ দেখার জন্য অনুরোধ করছি।  
 আপনারা আনেক উৎসাহের সাথে নিবন্ধটি পড়ে আমার এই সাধনার সাথী হয়েছেন ।। আমি আপ্লূত ।।
  
আমার এই নিবন্ধে সমস্ত সংখ্যা বা একক বিভিন্ন পাঠ্যপুস্তক ও নেট  থেকে প্রাপ্ত।। যদি সমস্ত এককের পরিমাণ ঠিক হয় তবে আমার হিসাবও সঠিক হবে । এটা আত্মঅহংকার নয়- সামাজিক দায়বদ্ধতা থেকেই সকলের মধ্যে বিজ্ঞ্যানের অন্য দিকটি দেখানোর তাগিদ অনুভব করেছি।
আমি নামী বিজ্ঞানী নই ; কোন বিজ্ঞ্যান পত্রিকাও এগিয়ে আসবেনা আমার এই প্রাথমিক ধারনাকে জনসমাজের কাছে পৌঁছে দিতে তাই আমাদের অতি পরিচিত ও কাছের মাধ্যম ‘’facebook’’ ‘’twitter’’ blog কে বেছে নিয়েছি।।
  

     আমার এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষত “GOOGLE”এক মহান শিক্ষকের ভুমিকা নিয়েছে, আবার বন্ধু হিসাবে রাস্তা দেখিয়েছে “FACEBOOK”,, “TWITTER” দিয়েছে সাহস , BLOG দিয়েছে স্থান,
       

     আমি জানি যদি আমার প্রচেষ্টা সর্বজন গ্রাহ্য হয়,, তখনই এই সব মাধ্যমের অপরিসীম গুরত্ব সম্বন্ধে বলার অধিকার পাবো – বা আমার বক্তব্যের গুরুত্ব থাকবে-।।  -চাই- সহযোগিতা-
                
       “ একটি স্বচ্ছ বিজ্ঞানের সত্যতা” শ্রী দেবাশিস দাশগুপ্ত ।।
   
        “A STORY OF LATEST SCIENTIFIC DISCOVERY”  
                               By- sreeDEBASISH DASGUPTA
                      
                                            “ASOLSD”
               By- sreeDEBASISH DASGUPTA
   
আমার প্রতিটি প্রামান্য বিষয় সম্পূর্ণ পড়তে ও জানতে অনুরোধ করছি।

                “শ্রীদেবাশিস দাশগুপ্ত” (ভারত)
                  (Debasish Dasgupta-INDIA)

   To me, GOOGLE, FACEBOOK is not only a media,
         Actual Meaning of  G O O G L E
 Guide Of Our Global Live Education.
                             Actual Meaning of   F A C E B O O K

   Friend of Alone Civilians Energy Booster’s Original Origin Key.

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

Feeling happy by thinking that my article which is published on 28/11/16 at Google search in the website http:// bestthesite.com that I have placed my opinion in the correct place at world panorama.

Although my article (ASOLSD) "A STORY OF LATEST SCIENTIFIC DISCOVERY"is seen at different website of ‘science Magazines’, “New scientist”, “Science News Magazines”, “Science”.
            
 Although I am none to push forward my views about Facebook, Twitter, Blog etc kind of mediums as there is some experienced people who are more experienced than me.
I also look towards it when that day will come.

To me, GOOGLE, FACEBOOK is not a media through which I put my opinion but it actually is-
Friend of Alone Civilians Education Booster’sOriginal Origin Key.

Guide Of Our Global Live Education.