শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

                                       “সাথী”
                     শ্রী দেবাশিস দাশগুপ্ত

চেয়েছি দিতে – অস্বীকার করেছো নিতে –
হেসেছো মনে মনে ; অবজ্ঞা ভরে ।।
“তোমাকেই দিতে হবে জবাব”
একদিন; জনে জনে কালের- ফেরে ।।


নিত অভাবী আনন্দমেলা ;
“হেড” হলে জয় তোমার-
 “টেল”- পরাজয় আমার; 
একই – নিয়ম ! একই খেলা –
এ কি? পথচলা !
        

        জিতেছো পার্থিব সুখ –
লজ্জিত ধরতি ঘুরিয়েছে মুখ ;
     “হে মোর সাথী”
তবুও তো বুঝেছি ! দেরিতে?
“সময়” তুমি –- !
তুমিই ? সমব্যাথী!! ( 06 April 2017 )

          

       “শূন্য হাতে”                    
    (শ্রী) দেবাশিস দাশগুপ্ত

 জ্যোৎস্নময় মধ্যরাত্রে
ভুল করে ডেকে ওঠে কাক ।

নির্বাক মিছিলের শেষে
শূন্য হাতে যে যায়
চৈত্রের লাভাময় লালা ঝরা দিনে
সেও কি চেয়েছে
সুত্রের পরিবর্তন ?
সূর্য মুখ লুকালে
হারিয়ে যাবে ভীড়
মগজ ধোলাই আর
অজস্র অসারতা সরিয়ে
ওস্তাদের মার তো সেই
শেষ রাতেই।।

( “Sunnya Hate” mean “Empty Hand” Publish at “DIDHITI” Bengali Magazine . 1st & 2nd issue. Jan – June – 2010 )


(পূর্ব প্রকাশিত কবিতা “দীধিতি”পত্রিকা  ১ম – ২য়  সংখ্যা ২০১০,‘মার’ নবনামে “শূন্য হাতে”)